একটু ভালোবেসে দেখো, কতো শিলা ঝর্ণা হয়
কতো অবলা ঝর্ণা নদী হয়
আর কতো অপয়া নদী সমুদ্র হয়!

আসলে আমরা ভালোবাসার নামে পাক্কা ব্যবসায়ী
কেউ ভালোবাসি শরীরের চামড়া
আর কেউ কেউ ভালোবাসি দালান, কোটা, কামরা
কেউ ভালোবাসি চাকরি
আর কেউ ভালোবাসি দুধেল বকরি!

অবশ্য কেউ ফুল ভালোবাসি
কেউ ভালোবাসি চাঁদ
তারাই বলেন, ভালোবাসা হল ছল, চাতুরী, ফাঁদ!

আচ্ছা, বাসি ফুলের কথা কয়জন মনে রাখে?
যে প্রেম হাত ফসকে বেরিয়ে গেছে
চামড়া কুঁচকে গেলেও সবাই কেবল তাকেই  ডাকে!