মাঝেমধ্যে খুউব ইচ্ছে হয় নিজের গালে নিজেই
কষে কয়েকটা চড় থাপ্পড় লাগাই...
পারতে পারতেও পারি না...
একহাত এগিয়ে যাই আবার দুইহাত পিছাই!
হঠাৎই কী জানি কী হয়.. ভাবান্তর
নফস বা ইবলিশ এই দুইয়ের কেউ একজন দেয় মন্তর
যদিও জানি একজন মানুষের নেই দুটো অন্তর
তবুও আমি একবার ভাবি সবকিছুই তো মরিচিকা
যদি কেউ ভালো থাকে, তবে সে-ই হলো চামচিকা!
তবুও কেউ কেউ গনেশ আর কেউ গণপতি সাজে
অবশ্য গনেশ উল্টে গেলে সবারি বারোটা বাজে!!