উঠতি বসন্তের এই মাতাল হাওয়ায় সবাই উড়তে চায়
ঢুলুঢুলু বাতাসে হেসে হেসে ভেসে বেড়াতে চায়
যেভাবে চায়ের কাপ থেকে ধোঁয়া ওড়ে ঠিক সেভাবে!

অবশ্যই কিছু কিছু মানুষ অনায়েসেই  উড়তে পারে
ত্রিভুবন জুড়ে ঘুরতেও পারে.. দূর থেকে বহুদুরে
ওদের কোনো ডানা লাগে না..  কারণ ওরা বই পড়ে!

আর যারা বই পড়ে না তারাও ওড়ে ঘরের ভেতর
গায়ে জড়িয়ে রাখে হালের একটি কামুক শীতের চাদর
অত:পর জানলার ফাঁক গলে গলে ওরা আকাশ ধরে
কখনও ওরা আবার কখনও আকাশ তাদের উপর পড়ে
আর যখন হিমেল হাওয়া আসে বন্ধ হয় জানলার মুখ
যে বই পড়ে না, সে কীভাবে পাবে বইপড়ার খাঁটি সুখ?