একটা একদেশদর্শী চিন্তা আবার ফিরে এসেছে
এখন ঠাণ্ডা লড়াই বলে আর কিছু নেই
জল আর তেল একসাথে বেশ ভালো আছে!
তবে সোভিয়েতরা একেবারে নিজেকে ভুলে যায়নি
রূপক কবিতার দিন চলে এসেছে
সেইসব শিয়ালেরা নিজের লিঙ্গ ভুলে ভালো আছে!
অথচ কোনো উচ্চ-বাচ্য ছাড়াই
শাদা-কালো মেঘেরা হাতে হাত রেখে কাব্য করে
একচিটে আগুনের পরশমণিও নেই
কে জানে না, আকাশ খুঁড়লে আবার আকাশ
মাটির স্পর্শের কোনো প্রয়োজন নেই!!
সাচিবিক বিদ্যা না জেনেও অনেকেই যেমন সচিব
ব্যাকরণ না জেনেও সবাই যেমন কবি
আমিও তেমনি জরায়ুর উৎসমুখে খুঁজি আমার ছবি!