মানুষ হতে হতে কখন অমানুষ হয়েছি জানি না
এখন প্রায় সারাদিনই হাত চুলকায়, নাক চুলকায়
উসকে দেওয়া চুলগুলোর আরও বেড়েছে উশখুশ
কে খুশ, আর কে বেখুশ এসবেও আর নেই
তেমন একটা হুশ!
কেবল অক্টোপাস, মশা আর মাছি নিয়ে থাকি
আলোর সাম্রাজ্য নগদ কিনতে চায় ঠুনকো খেলাঘর
পেছনে পড়ে থাকে বাবার শাসন, মায়ের আদর
ইতিহাস থেকে আরও বুলন্দ আওয়াজ ভেসে আসে
রে বেকুব তুই বালুচর... কেবলই বালুচর...!!