আজকের দিনটা কি তবে নিরামিষই থাকবে
অথচ সারাদিন আমিষ তো আর কম খাইনি
মাছ খেয়েছি
মাংশ খেয়েছি
তবুও হিসাবের অন্ত নেই; কী পেয়েছি কী পাইনি!
আসলে আমাদের চাওয়ার কোনো পরিসীমা নেই
যতো পাই ততো চাই
নুন পেলে গুণ গাই
না পেলে গলা ছেড়ে নিন্দা ছড়াই!
যে মহাসমুদ্র এতো বিশাল তারও সীমা আছে
যে ব্যাঙ কুয়োতে থাকে সেও কোনোরকম বাঁচে
অথচ আমরা কেবল চাইতে চাইতে বাঁচতে চাই
অথচ সবাই জানে
যে হাত উপরে থাকে তার উপরে কোন হাত নাই!