মধ্যদুপুরেই আবির ছড়ালো সন্ধ্যার সোনালি রঙ
গুম হওয়া শব্দগুলো আবারও সাজতে চায় সঙ
পাথুরে পথে নদীও প্রায় উন্মাদ
আমিও দু'চোখে যাকিছু দেখি সবকিছুই প্রমাদ!
সাপের পাঁচ পায়ের ভয়ে কুঁকড়ে-মুকড়ে থাকি
এফিটাফ বলে উড়িয়ে দিই বানপ্রস্থ জীবন
লোকে বলে, কাপুরুষ তুমি... আপাদমস্তক নরাধম
আমি জানি, কুহকের পেছনে ছুটতে ছুটতে
কাল কেউটেও একসময় হারিয়ে ফেলে দম!
তখন সাপ আর ব্যাঙ বন্ধু বই অন্য কিছু নয়
যে কুলীন জীবন সর্বৈব জলের ধারার মতোন
তার জন্য কেন কাঙাল জলের এমন উর্ধ্ব পাতন?