টুঙ্গিপাড়ার সূর্য সন্তান
শেখ মুজিবুর নাম
এক নামেতেই সবাই চিনে
এই বিশ্ব ধরাধাম।
গানের পাখি প্রাণের পাখি
সবাই বাসে ভালো
বাংলা থেকে দূর করেছেন
সকল আঁধার কালো।
দেশ এনেছেন নিজের হাতে
স্বপ্ন সুখের চাষ
সোনার বাংলা গড়ে তবেই
পুরবে মনে আশ।
এসব কিছু সইলো না ভাই
কুচক্রী একদল
তাদের হাতেই শহীদ হলেন
বাংলার বীরবল।।
----------------------------