ঝিঙে গাছে টুনাটুনি
বাঁধল এসে বাসা
ডিম দেবে ছানা হবে
মনে বড়ই আশা।
দু'চোখ জুড়ে স্বপ্ন কত
কত্ত ভালোবাসা
ফুলে-ফলে ঝিঙে গাছটা
এক্কেবারে ঠাসা৷
ঝিঙে ফুল বেজায় খুশি
টুনাটুনি পেয়ে
সময়টা যে কাটবে বেশ
নেচে আর গেয়ে৷
একদিন হঠাৎ এলো ঝড়
ঝিঙে গাছের বারোটা
দুমড়ে মুচড়ে গেলো ভাই
সেই টুনাটুনির বাসাটা।