অতঃপর আবারও ঘণ্টা খানেকের ঝলসানো রোদ...
এইটুকু কি টুইটারে আক্ষরিক প্রতিরোধ নাকি জলের
প্রবল ভাঙনের মুখে নামমাত্র প্রবোধ?

যেভাবে পৃথিবী কাঁপছে মরা, ঝরা আর খরা
যেভাবে আগামী প্রজন্ম ঝেড়ে কেশে বিদায় দিয়েছে
লেখা আর পড়া...সেভাবেই কি ধ্বংসস্তুপের মাঝে জেগে উঠবে ধরা?

প্রতিবেদন ছাড়াই আমি বলে দিতে পারি নির্জলা
প্রতিবাদহীন মানুষগুলো মৃত লাশের মতোন কেবলই
মরা!!

ওরা কি আর জাগবে না কোনোদিন.. নাকি ওরাও
লজ্জাবতীর বংশধর, লাজুক প্রাণীর মতো বাইরেই
মানুষ..  ভেতরে পামর?