পিঁপড়ে আর হাতির অসম লড়াই চলছে...
পৃথিবীর পৃষ্ঠদেশে খোদাই করে লেখা হচ্ছে খুন
যখন ওদের জন্য কোনো মৃত্তিকা বরাদ্দ নেই
তখন ওরা নয় কারো জ্ঞাতি, কারো ভাই-বোন!
দখলদার বাহিনীর হাতেই একতরফা ম্যাচ
তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো. দেখতেই থাকো
ওরা যেমন খুশি, যেভাবে খুশি লুফে নিক ক্যাচ!
অতঃপর...
প্রতিবাদহীন একদিন তোমাদেরও বাড়াবে ঋণ
আজকে যে সাপুড়ের হাতে মরণ বীণ
ভেবে দেখো... সেই সাপুড়ে মানুষ নাকি জিন..?