ঘাঙুরের জলেও দুশমন্তের ছল আছে
উদাস পড়ে থাকে বৈকালিক শহর
আজকাল সবাই ইঁদুরের গর্ত চিনে রাখে
চায়ের স্টলে ঘুমিয়ে থাকে সেঁজুতি প্রহর!
পুঁজিবাদীরা পিঁপড়ের মতোন বাদামের
খোসায় অনায়েসে ঢুকে যেতে পারে
চিবুতে চিবুতে সমুদ্রে উঠে বাসন্তী ঢেউ
চা খেতে যতক্ষণ, এরপর আর সংগে
থাকে না যদিও তেমন কেউ!
তবুও এদের খুব একটা শীতকাল নেই
আগত বসন্তের বন্দনায় পুড়ায় অন্তর
যে ভালোবাসতে জানে না, কে জানে..
তার কতটা প্রয়োজন তন্তর- মন্তর...?