অপেক্ষার চাতালে বসে সবাই চাতক
অতিবড় সাধুও মনে মনে পাতক
একদিন সকিনাকে ভালোবেসেছিলাম বলে
আমি এখনও ঘাতক!
অথচ সকিনা দিব্যি আরেকজনের সংসার করছে
গভীর রাতে সোয়ামির চুলে বিলি কাটছে
বাচ্চাকাচ্চা নিয়ে সেও বেশ জবরদস্ত আছে!
অথচ আমার উসকু চুলগুলো আরও বেতমিজ
কখনও ওড়ে, কখনও ঝরে একান্তই নিজ
আঙুলের নখগুলোও বেজায় বেসামাল
জানো সকিনা...
আমি আজও তোমাকে খুঁজি ধান ক্ষেতের আল!