ঈদ খুশিতে সবাই নাচে
বাবুই, টিয়া মায়া
দোয়েল ফিঙে ওরাও নাচে
নাচে গাছের ছায়া!

টোকাই নাচে মন খেয়ালে
কোথায় ঈদের খুশি
মা গেছে , বাবা হারিয়েছে
কোথায় কদমবুসি।

এদিক-ওদিক ঘুরে ফিরে
ফুল, পাখিরে ডাকে
তারা কি আর খাবার দিবে
এই অনাহারীর মুখে।

বিত্তবানেরা চিত্তের সুখে
গাল ভরে দেয় হাসি
টোকাই ওরা খাবার খুঁজে
পথে - ঘাটে বাসি।
-------------------