আজও মস্তিষ্ক থেকে হাই-প্রেশার সরছেই না
সারাদিন তেমন কিছুই করিনি নয়-ছয়
এটা আনো, ওটা আনো... এভাবেই কালের
অপছয়!
তবুও আর কুলোতে পারছি না দাম আর দম
ফুলের টব কিনতে যেয়ে কিনে এনেছি বালতি
বেশ.. আর যাই কোথায় ..?
চারদিক থেকে শরের মতো ধেয়ে এল গুলতি!
এইতো জীবন, একবার যাই.. একবার আসি
মিঠা হউক, তিতা হউক তবুও ভালোবাসি!