আজ টিকা নিতে নিতে পাদটীকার কথা মনে হলো
দিনান্তে সব দাগ মুছে যায়
সব লেনদেন একদিন ফুরায়
মুছে যায় না কেবল মৃণ্ময়ী হৃদয়ের বন্ধ কপাট
তবুও আমরা কী চমতকার ভাবে বজায় রাখি ঠাট!
চকচকে রঙ মেখে ম্যারিনেট সাজি
কথায় কথায় চোখের সামনে রাখি বাজি
পতনোন্মুখ জীবন কাল কেউটের মতো করে ফোঁস
কত সমতলে হোঁচট খাই, তবুও ফিরে না হুশ!
আমি ভাবি, টিকার মতোন পাদটীকার খুব দরকার
নইলে ইতিহাস সাক্ষাৎ সাক্ষী
দাবানলে পোড়া আমাজনের মতো সব হবে ছারখার!