০১
নিরালা বেলা
ডুবসাঁতারে যাই
এ কোন খেলা?

তুলে দিয়েছি পাল
চলে করোনা কাল!

০২
গভীর জল
কে ডাকে কলকল?
সে শতদল।

পুঁটি মাছ ঘুমায়
কে ডাকেরে আমায়?