১)
দিনের শেষে
অজানা রাত আসে
সে কুহেলিকা।
রাত ভোর হবেই
হৃদয়ের কী হবে?
২)
আলো আসবে
তাকে আসতে হবে
সুনয়না যে।
যার অন্তর আছে
সে কেন কানা রবে?