স্বপ্ন সব সময় আজানুলম্বিত হলেই ভালো
সে রাত্রি শুরুর দিকের হউক অথবা শেষের
তাতে তেমন একটা আসে যায় না
স্বপ্ন ছোটো খাটো হলে চেষ্টাও সেই ছোটো
তবে সংখ্যাধিক্য না হওয়াই ভালো এক-দুটো!
কারো কারো স্বপ্ন.. বিলাসী পন্যের মতোন
কেনার সময় খুউব যত্ন আত্তীর থাকে
অত:পর অচেনা হয় পুরনো কাগজের মতোন!
অবশ্য আমি আজন্ম এক স্বপ্নহীন মানুষ
ঘুণপোকার মতোন সামান্য কাঠ-ই চাওয়া
কে জানে না...স্বপ্নহীনের
কাছে স্বপ্নবাজের থাকতে নেই কোনো চাওয়া!