কিছুতেই বুঝতে পারছি না পথ-ছায়াপথ
মিটিমিটি জ্বলতে থাকা রহস্য নক্ষত্র
তবে কি যেভাবে আমাদের জীবন চলে
ওরাও ঠিক সেভাবেই মিটিমিটি জ্বলে?
সেই যে কবে প্রথম প্রেমে পড়েছিলাম
দিক-দিগন্ত
অত:পর আরও কত জল পানি হয়েছে
কতো কতো পানি ঘোলা জল হয়েছে
কেবল মুছে যায়নি সেই যে প্রথম স্মৃতি!
এখন আর আগের মতোন জোয়ার নেই
তবুও স্মৃতির ঠ্যালা সামলাতে পারি কই
তবুও হাতড়ে বেড়াই প্রথম স্মৃতির মই!