কচুপাতায় সামান্য নাড়াতেই যেমন জল পড়ে
আজকাল আমারও তেমনি স্মৃতি ঝরে!
তবুও ভাবি নিরাকপরা আকাশ-পাতাল
স্মৃতির বেদিতে জমাট লাল লাল ফুল
মুহুর্তেই বিস্মৃতিরা ভাসিয়ে নেয় নদীর দু'কুল!
কদাচিৎ স্মৃতি আর বিস্মৃতি দোলায় কোমর
ফজর আলী চেঁচিয়ে বলে,
আর কত ঘুমাস.. ওঠ রে পামর...!
তবুও ঠেলাঠেলি করতেই থাকে ক্ষয়জাত পাহাড়
ফজর আলী আবার চেঁচায়..ওঠ রে পাষণ্ড..
জানিস না... কে দেয় আহার..?