একজন কবি বললেন,
"কথায় কথায় কবিতার সৃজন
সৃজন ক্ষমতা দেখলাম আজ"!
কবিকে বলতে চাই,
কবিতা লিখতে ক্ষমতা টমতা লাগে না কবি
কেবল লাগে ভালোবাসার তাজ!
এই যে আমি এতো রাইতে বসে আছি
মাসকান্দা বাস ইস্টিশন
কেউ একজন আসছে ভালোবাসার মানুষ
এখানেই মিলে যায় কবিতা লেখার দর্শন!
আসল কথা হলো
মন প্রাণ ভিজিয়ে ভালোবাসো....
ভালোবেসে কাছে আসো
দেখবে পৃথিবীর সবকিছু একান্তই তোমার
সব অপশক্তি পুড়ে হবে ছারখার!!