আষাঢ় গেল শ্রাবণ এলো
ওরা জমজ বোন
ওদের কথা বলতে মানা
শোন ওরে শোন।
টাপুরটুপুর সোনার নুপুর
সুরের বাঁশি বাজায়
পাতায় পাতায় কানাকানি
রুপের ডালা সাজায়।
ব্যাঙের খুশি নতুন জলে
কাটবে সাঁতার বেশ
পুঁটি মাছে লাফায় লাফায়
ধরবে খুকির কেশ।
রোদ-বৃষ্টিতে খেলা করে
একই উঠোন বসে
গাঁয়ের বঁধু নকশি কাঁথায়
এই জগতটা চষে।।
------------------------------------