জোড়াতালির সুতোটা একটানে ছিঁড়ে দিলাম ...
বিষয়টা ধর্ষণ আর দর্শনের মাঝামাঝি
তবুও সহাস্যে স্যালুট জানিয়ে বিদায় নিলাম!
কেবল পাঁজরের হাড়ে লুক্রেতিউস ব্যথার
ঢেউ, তখন উপায় আর উপশম সুদূর পরাহত
হয়; যখন ফুল কুড়াতে সংগী হয় না কেউ!
আগেই বোধ-বুদ্ধি বিক্রয় করেছিলাম
এখন গোটা বিবেক শুদ্ধ নিলামে দিলাম
বোটা খসিয়ে ফুলগুলো সব তুমি নিও
আমি না হয় ঝরে পড়া ফুল কুড়ানি হলাম!