কামুক শব্দদের লাজুক প্রহরের কথা ভাবি
ওরাও যেন কৈলাসের মুনি-ঋষী মুখোশধারী
মুখোমুখি বসলে সন্যাসী..পশ্চাতে বদের হাঁড়ি!

প্রতিদিন কতো কথা জিব ছেড়ে খসে পড়ে
লালসালুতে ঢাকা পড়ে জটাধারীর ষষ্ঠ শরীর
সর্গের পর সর্গ অনুবাদ হয়-- অস্থির পায়চারি
করে কালের দবির!

সরষে ফুলে ষোড়শী যুবতীর কোমর দোলে
মৌমাছির গুঞ্জনে কুঞ্জবনে জেগে উঠে পাপ
নেংটি ইঁদুর মাঝেমধ্যে চেঁচিয়ে বলে, সাপ.. সাপ!

সহসা সবাই সারস হয়
কামুক শব্দের পোয়াবারো
দবির চিৎকার করে বলে, এবার ছাড়ো..
এবার
ছাড়ো!!