সন্ধির নাম করে কতো উদয়াস্ত ঘুরেছি
ব্যস্ততার অজুহাতে দিনশেষে সবাই যার যার
যেভাবে সন্ধ্যা নামলে পাখিরাও আপনার!
অথচ সারাটি দিন একসাথে খুদকুঁড়া খেয়েছি
ভালোবাসার নামে হাতের উপর হাত জায়েজ করেছি!
তবুও বেলা আর খেলা একটা সময় ঠিকই ফুরায়
ফুরায় এ জীবনের সকল কাসুন্দি.... .
কেবল ফুরায় না কিছু ক্ষণিকের স্বরসন্ধি.!!