সারাটা জীবন কেবল ভাঙা শামুকে পা কেটেছি
সারাটা জীবন কেবল ভুল মানুষে ভালোবেসেছি
সারাটা জীবন কেবল ভুল ঝিনুকে মুক্তো খুঁজেছি!
অথচ হাতের তালুতেই ছিলো কত সোনার পাহাড়
দুই চোখের আশেপাশেই ছিলো কত রূপের বাহার
সিঁথিপথ ধরে হেঁটে যেত কতো না রুপোলী নদী
সিঁড়ি পথেই দেখা হতো হাজার কিন্তু, বরং ও যদি!
বল কুসুম, আজকে কেন বকছি এসব এইবেলা
তুমিও তো পথের ধারেই খেলতে কানামাছি খেলা
আমি না হয় তখন ছিলাম আনকোরা এক মালী
তুমি তো তখন পারতে দিতে আস্ত একটা গালি!
আমি না হয় সোনার পাহাড় খুঁজতে ছিলাম টাল
তোমার তবে কেন তখন রক্তজবা হয়নি দুটো গাল!