কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে যাপিত জীবন
কখনও মানুষ হই আবার কখনও ইতর
সবাই কেবল বাহির দেখে, কেউ দেখে না ভেতর!

তবুও ছায়া আর কায়ার দেদার যুদ্ধ চলে
একদা আলকাতরা কিনে আনি আলতা বলে
তবুও এই সমুদ্র যাত্রা থেমে নেই
কেবল.....
মাঝে মাঝে নক্ষত্রের পতন দেখে নিজেকে সান্ত্বনা দেই!!