সময় বড়ো বীরপুরুষ
ধারে না কারো ধার
কেউ কি আর বলতে পারে
এখন সময় কার!

কেউ বলে সে যাযাবর
কেউ পাগলা ঘোড়া
কেউ বলে সে ক্লান্ত অতি
কেউবা মন চোরা!

আসল কথা সবাই জানে
মানে না যে কেউ
সময় হলো সাতটি নদীর
অশান্ত এক ঢেউ।

সময়ের আগে চলে যেজন
সে-ই সময় বোঝে
তার গলায় মালা পরাতে
সময় তাকে খোঁজে।।
--------------------------------------