এসো উদয়াস্তের সাথে জীবনের যথার্থ মিল খুঁজি
এই যেমন জন্ম-মৃত্যু এবং বেড়ে ওঠা
অবশ্য এর বাইরেও আছে ঠাণ্ডা-গরম, হিমহাওয়া
জীবনেরও থাকে পৈশাচিক হাজার হাজার চাওয়া!
ইদানিং কারণে-অকারণে বাড়ে-কমে হার্টবিট
কত সময় অন্যায়ভাবে খরচের খাতায় চলে যায়
কেবল প্রয়োজনের কালে খুলে না সময়ের গিঁট!
তবুও কেন সবাই জীবন রাঙাতে চায় অনন্ত যৌবন
যেজন বুঝতে পারে না উদয়াস্তের আসল রহস্য
তার কাছে গোটা জীবনটাই একটা সরস মৌবন!