নিজের কথা কেউ বলে না
সবাই বলে দেশ
মাথা-মুণ্ড চিবিয়ে খেয়ো
রেখো না কিছু শেষ!

শীত খেয়েছ গ্রীষ্ম খেয়েছ
এখন চলছে ভোট
কাঁঠাল গাছে বেল পেকেছে
হও না এক জোট!

আতর গোলাপ ছিটিয়ে দিও
রঙ তামাশার দেশ
ব্যালট বাক্সের খবর নিও
আছে কেমন বেশ।