সবখানে ছায়া পড়ে, সবকিছুর পাতা ঝরে
পৃথিবী শুদ্ধ টিকটিকির লেজ,
অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার
সর্বত্র একই অনুভবের তেজ!
ব্যাকরণ শিখতে পারিনি পারিভাষিক শব্দ
বুঝতে পারিনি বলে, এখন জীবন গহীন অরণ্য
অরণ্যও জীবন
নদীও নক্ষত্র
নক্ষত্রও নদী!
নীল আলোর বিক্ষেপণ ক্ষমতা বেশি বলে
আকাশ নীল, এ নিয়ে কোনো প্রশ্ন নেই
আমার প্রশ্ন হল, মানুষ তবে কিসে মানুষ?