সেই ছেলেটা দুখু মিয়া
সবার আপনজন
কাজের শেষে প্রতিদিন
পড়ায় দিতো মন।
লেটুগান আর যাত্রা দলে
মাতিয়ে রাখা চাই
তাঁর মতোন উদার মনের
আর কে আছে ভাই?
তাঁর কাছে হিন্দু-মুসলিম
সবাই ছিলো সমান
গরীর-দুখী সবাইকে তিনি
দিতেন অনেক মান।
অন্যায়, জুলুম, অবিচারে
তিনি প্রতিবাদী পুরুষ
সত্য ন্যায়ের সরল পথে
করেন নিকো আপোষ।
তাই তো তিনি চিরবিদ্রোহী
বাংলার ভাই বুলবুল
তিনিই সবার ভালোবাসা
সবার প্রিয় নজরুল।।
-------------------------------------