তবুও রাত্রির তৃতীয় প্রহরের অপেক্ষায় থাকি রোজ
চাঁদ, তারা, অথবা পৃথিবীর কেউ না
জানি তুমি ভালোবেসে নিবেই নিবে আমার খোঁজ!
অথচ আমি খুবই কমদামি অতিশয় নগণ্য একজন
নিজেকেই নিজে ভালোভাবে চিনি না
কীভাবে চিনব বল... আমাকে খুঁজে কোন সে রতন!
তবুও আড়ি পেতে থাকি নিস্তব্ধ রাত্রির দীঘল 'কুল
কখন আসবে তুমি... জাগবো আমি
আমারই কণ্ঠে কখন শুনবো.. তোমারই স্বীয় বোল!
অথচ.... সিন্ধুতে যেমন বিন্দুর কোনো অস্তিত্ব নেই
আলোর মাঝে অস্তিত্ব নেই নিকষ আঁধার
যখন তুমি আসো.. ভালোবাসো, আমিও যেন সেই!!
সেই.... সেই....সেই....!!!