আজ সারাটা দিন খুঁজেই পাইনি শরীর ও মন
কোথাকার জল কোথায় গড়িয়েছে কে জানে
তবুও এখন আমার দুই, এক ফোঁটা জল চাই
তবে কি মরুভুমি আর সমুদ্র এখন ভাই-ভাই?
কখনও কখনও শরীর কুলোয় না মন কুলোয়
আবার কখনও মন কুলোয় না শরীর কুলোয়
আচ্ছা, আগুন নেই যে চুলোয়
সেই চুলোয় হাঁড়ি চাপিয়ে কি লাভ?
অনেকদিন গাবগাছ দেখিনা..., দেখি না গাব!
ভাবা যায়?
সেকেন্ডে পাঁচশতবার পাখা নাড়তে পারে যে মশা
অবাক চোখে দেখি সে আমার মনের ভেতর বসা!