কীভাবে একটা আস্তদিনের জলাঞ্জলি হলো
সেসব ফিরিস্তি আর আওড়াতে চাই না
এমনিতেই সারাদিন একটাও কোকিল ডাকেনি
মাঝে- মধ্যে কেবল ডেকেছে দাঁড়কাক
তবুও বলতেই হবে দিনটার বেশ কেটেছে সিংহভাগ
ঠাকুরমার ঝুলির মতোন বাঁক-অবাক- সবাক!
আজ আর তেমন কিছুই বলতে চাই না আড়ি
রোজকার মতোন হাটে ভাঙতে চাই না হাঁড়ি
অবশ্য মাঝে-মধ্যে বাক্যের শেষে দেওয়া চাই দাড়ি!
তবুও আজকে মাঘের মাঝামাঝি বলে কথা
ভবিষ্যৎটা আমাদের জড়িয়ে রাখুক স্বর্ণলতা!