ইদানিং বেশির ভাগ সময় সংশয়ে থাকি
যতটা অন্য তারচেয়ে বেশি নিজেকে নিয়ে
তবুও থেমে থাকছে না কালের চাকা
এই গ্রহে এতো এতো সোজা পথ আছে
তবুও আমরা নিয়ত গাড়ি চালাই বাঁকা!
অবশ্য কেউ কেউ বলতেই পারেন... পথ
সে বাঁকা হউক কিংবা হউক সোজা
পথেই গেঁথে আছে পথিকের অন্তর গোঁজা!
তবে আর ভাবনা কী...? সরল-গরল!
দাঁত তো দাঁত, না হয় হলো উল্টো-সিধা
কিংবা চিরল!
তবুও কিছু মহাজন বলতে ছাড়েন না..
আহা কী বিরল!! আহা! কী বিরল...!!!