(বিশ্ব কবিতা দিবস সফল হউক)

একটি ঘুমন্ত মাছের স্বপ্নে
চাঁদ ডুবে গেছে—
নীল রঙের ছাই উড়ে যায় বাতাসে,
সমুদ্রের কানে কেউ ফিসফিসিয়ে বলে,
"তুমি কি এখনও তৃষ্ণার্ত?"

বাতাসের দেহে ফুলের ফাটল,
শহরের রাস্তায় ছায়ারা হেঁটে যায় উল্টো পথে।
এক বৃদ্ধ সময় তার পকেট উল্টে দেখে—
ঘড়ির কাঁটাগুলো সব পাখি হয়ে উড়ে গেছে!

রাতের গোপন দরজায় দাঁড়িয়ে
চাঁদের গায়ে হাত রাখি,
সে কাঁপতে কাঁপতে বলে,
"আলো আসলে ছায়ার জন্মদাতা"

পৃথিবীর সমস্ত শব্দ আজ নির্বাক,
তবুও শুনতে পাই—
একটি নিঃশব্দ বিস্ফোরণের গান,
যেখানে আগুনের ভাষা জল,
আর শূন্যতা হাত বাড়িয়ে বলছে—
"এসো, আমরা একসঙ্গে হারিয়ে যাই..."