বাড়ি ছাড়া শীত এখন
সবার বাড়ি ঘুরে
গাঁয়ে গাঁয়ে কুয়াশায়
দিয়ে যায় মুড়ে।

গ্রামের বাড়ি উড়ে আসে
শহর ছাড়ার দল
ডাংগুলি আর গোল্লাছুটে
বাড়ায় দেহের বল।

হাঁচি কাশির খেয়াল নাই
খেলা শুধুই খেলা
আনন্দ যে বাড়িয়ে দেয়
গ্রাম বাংলার মেলা।

এই সময়ে খেজুর গুড়ে
পিঠা পুলির ধুম
গাছে গাছে কত হাঁড়ির
চোখে নাই ঘুম।

স্কুল কলেজ ছুটি সবার
মুখে ঝিনুক হাসি
দাদার বাড়ি নানার বাড়ি
সবাই ভালোবাসি!!
-------------------------