এককাপ চা খেতে খেতে দুই-তিনটা কবিতা লিখি রোজ
কবি কাজী আলম বললেন,
ক'জনই বা রাখেন এইসব কবিতার খোঁজ!

কথা কিন্তু মন্দ নয়.... আছড়ে পড়া ধুমকেতুর লেজ
এও সত্যি বারুদের চেয়ে  অনেক বেশি শব্দের তেজ!