একালের কবিরা জোর জবরদস্তি কবিতা লিখে
কৃষক যেভাবে জবরদস্তি বদল দিয়ে চাষ করে
ঠিক তেমনি....আজকাল
শব্দেরাও যেন ঘাড়ে জোয়াল দেওয়া হালের বলদ!
অথচ কবিতার ভাব এবং ভাষা ছুটে চলা ঝরণা
ওরা নিজেরাই কবির কাছে দেওয়ার কথা ধর্ণা!
আচ্ছা কুসুম, তুমিই বলো তো দেখি...
জোয়ার আর যৌবন কি কারো কথায় থেমে থাকে?
যিনি শিল্পী তার তুলি অজান্তেই তো ছবি আঁকে!!