অনেকদিন ধরে ভিন্ন ধারার কবিতা লিখি না
প্রেম, ভালোবাসা আর জীবনের চক্রেই বন্দি আছি
প্রতিদিন একই খেলা খেলার নাম খেলা নয়
এইসবের বাইরেও তো কত না কবিতা হয়!

সেদিন একজন সুহৃদ ফোন করে বললেন, এই চক্র
আর কতোদিন চলবে কবি?
আসলেই তো মহামুশকিলের ব্যাপার!
যেখানে একজন কবি হবেন আকাশের মতো উদার
সেখানে কবি কেন থাকবেন শব্দের কুটজালে বন্দি
এই দুষ্টচক্ত থেকে বেরোতে আমিও এঁটেছি ভারি ফন্দি!

জীবন ঘনিষ্ঠ কবিতা লিখলে কারো কারো মাথা ব্যথা
হয়....হতেই পারে...
কারণ সবার জীবন একই রকম নয়
কেউ সাদা আর কেউ কালা
আবার কারো কাছে পৃথিবীটাই একটা বন্দি শালা
কেউ দুমুঠো ভাত খেতে পারলেই যেখানে খুশি
আর কেউ কেউ ভাত রেখে বসে বসে আঙুল চুষি!

জীবন যেদিকে খুশি ভেসে যাক.. কুছ পরোয়া নেহি
তাহলে কিছুদিন কবিতা হউক নদী, পাখি, আর ফুল
কেবল বাসন্তী হাওয়ায় জেগে উঠুক স্বর্ণলতার মূল!!