কিছু শব্দের চাষ করে হাড়গোড় সোজা রাখতে চাই
যেভাবে চারপাশে ধ্বনিত হচ্ছে কেবল নাই আর নাই
সেখানে হাড় সোজা রাখাই এখন সবচেয়ে বড়ো দায়!
এই ভরা মৌসুমেও সবকিছুর মেজাজ বেজায় চড়া
চা সেও... লিকার হউক কিংবা মিঠা অথবা কড়া!
তবুও আমার খুউব ভালো লাগে শব্দ পোড়া গন্ধ
আজকাল কুসুমের সাথেও নেই তেমন একটা দ্বন্দ!
আমি চাই আমার অজাতশ্মশ্রু শব্দেরা ভালো থাকুক
আমি চাই এই শব্দেরা আমাদেরকে ভালো রাখুক!!