কুয়াশার কফিনে ঢাকা শহরটা যেন এক শীত পাখি
হিমেল হাওয়ায় কাঁপছে থরথর
দূর দিগন্ত থেকে উড়ে আসে ঝাঁক ঝাঁক ধ্রুবতারা
ওরাও যেন অন্য কোনো গ্রহের অন্য কোনো জীব।

ডালের পর ডালে বসে ওরা ভাটিয়ালি গান গায়
তাদের দ্রৌপদী ডানায় চমতকার সব রংধনু ঝলকায়
সমস্ত আকাশ জুড়ে ভেসে বেড়ায় ওদের চিৎকার
যেন শীতের প্রেতাত্মারা নাচছে বাতাসে।

এখানেই শেষ নয়, খাবার খুঁজে ফেরে এখানে ওখানে
যদি মানবিক মানুষের অনুকম্পা মেলে কখনো সখনো
ওরা তো যাযাবর, শীতের শেষে হারায়...যেন ধোঁয়া। কিছুদিন এই শহরে থেকে রেখে যায় ভালোবাসার চিহ্ন
শীত পাখি, তোমাদের কুর্নিশ জানাই!!