যেদিন দীর্ঘশ্বাসের অবোধ জল আকুল হয়েছিলো...
সেদিনও আমি একেবারেই ব্যাকুল হইনি
কেবল কিছু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক চাইছিলো!
তবুও ঠিকঠাক দাঁড়িয়েছিলো আদমসুরত
তার দু'হাতে তখনও রমরমা চলতি হিসাবের খাতা
যে গাছ থেকে পাতা পড়ে, সে গাছ কি লিখে রাখে
জীবনের এসব ছিন্ন কত কথা?
তবুও কিছু কিছু পাথরের পাহাড় ঝরণা জলে
মিটিয়ে নেয় ক্ষুধার আহার
কেউ কেউ আহারে....বলে শিৎকার দেয় শিৎকার
তবুও কেউ কেউ বলতে পিছ পা হয় না..
ওরে মুর্খের দল, এ শিৎকার নয়;নয়া জলের চিৎকার!