কই গেলিরে শীতের বুড়ি
বয়স হাজার কুড়ি
এবার বুঝি রাগ করেছিস
দেইনি খেতে মুড়ি!
ছোড়া নয়, ছুড়ি নয়
কোলা ব্যাঙের ছা
তারও এবার শীত করেনা
উদোম রাখে গা!
শীতের বুড়ির জ্বর হয়েছে
খক খকিয়ে কাশে
আমান ধানের গন্ধে পাগল
ঠক ঠকিয়ে আসে!
নতুন ধানের পিঠা হবে
নারকেল, মুড়ি, গুড়
সেই খুশিতে খোকা খুকি
জাগবে সবাই ভোর।
সেই ভোরেতে ফুটবে আলো
বাজবে বিয়ের সানাই
পালকি নিয়ে আসবে হেসে
গংগা চরার কানাই!
শীতের বুড়ির বিয়ে হবে
আহা.... কতো মজা
কেউ সাজবে হুলো বিড়াল
কেউ রাজা-গজা!!