গাছে গাছে নতুন পাতা
আম, জাম আর আতা
আনন্দে খায় দোল
হাঁটি হাঁটি যেই শিশুটি
দাঁত ফুটেনি কোন পাটি
শিখে মায়ের বোল।

ঝিরিঝিরি বাতাস আসে
ময়না, শ্যামা, বাবুই হাসে
লাগলো খুশির ধুম
প্রজাপতি তিড়িং বিড়িং
আসছে বিয়ে ঘাসফড়িং
নকশী কাঁথার ওম।  

শাখায় শাখায় বাউকুল
মাথা ভরা  ঝাঁকড়া চুল
আসল বুঝি ফাগুন
ফিঙে টিয়ে ধরেছে গান
খুশির চোটে নাচে প্রাণ
শিমুল গাছে আগুন।।
------------------