ওখানে কার পায়ের ছাপ, মন্দাকিনী জললিপি
ঈশ্বর দু'হাতে মুখ ঢেকে রেখেছে, মৃত্যুকে খুঁজে
মুক্ত বাজারের রক্তাক্ত দাঁত, শিলালিপি কাঁদে
প্রাগৈতিহাসিক ফসিলের স্বপ্ন, নবীনকে ডাকছে
মৃত্যু!

যে প্রেম আলগোছে ছেড়ে গেছে, সেই প্রেম
আমার শিরা উপর দিয়ে বয়ে যায়, নীলা নদীর
মতোনচিরকাল কাঁদে!