গতকাল যেখান থেকে শেষ করেছিলাম অবগাহন
আজ তবে সেখান থেকেই শুরু করা যাক সমুদ্র
আসলে আমরা কি বাস্তবিকই শুরু আর শেষের কেউ
নাকি আমরা বাতাসে যে ফেনা ভাসিয়ে নেয় সেই ঢেউ!
মুখে মুখে তো কতো কথাই বলা যায় থামে না জিব
লিখতে লিখতেও কেউ কেউ ভেঙে দেন কলমের নিব
তবু্ও ফুরায় না পথ
তবু্ও ফুরাতে চায় না কুহেলিকা জীবন
ভাঙা আর গড়া কেবলই তাতিয়ে দেয় ভীষণ!
তবুও সামান্য হোঁচট খেলেই আমরা থমকে দাঁড়াই
কেন হোঁচট খেলাম কোনোদিন তা ভাবতে চাই না
শেষের শুরু খুঁজতে আবারও মহাসমুদ্রে পা বাড়াই!!