ইদানিং দিনগুলো সব উড়ন্ত পাথর পাখি
তবুও থেমে থাকে না...
পতপত উড়ে যায় পাথুরে পথ
কেউ না চাইতেই সবকিছু পেয়ে যায় মুফৎ
আর কেউ ভাঙতে থাকে শপথ!
তবুও ওড়াউড়ি থামে না মলাধার-
জলাধার; সাঁকোপথে সাঁড়াশি অভিযান
কেউ মান করে আর কেউ অভিমান!
তবুও থেমে নেই ভাঙাচোরা আসবাবপত্র
পুরনো হাতলে ঘুমন্ত রসায়ন..
আসলে সবকিছুই আরোপিত শরীরবৃত্ত
আমরা কেবল নামেই মানব...
আর ভেতরে ভেতরে সবাই জ্যান্ত দানব..!